ভবিষ্যত পরিকল্পনা

দারিদ্র বিমোচন কর্মসূচীকে রক্ষা, সম্প্রসারণ করা।

চলমান সকল উন্নয়ন কার্য্যক্রম কে অব্যাহত রেখে দারিদ্র বিমোচন কর্মসূচীকে রক্ষা, সম্প্রসারণ করা

বিনিয়োগ-বান্ধব পরিবেশ গড়ে তোলা

দেশী-বিদেশী বিনিয়োগের জন্য বিনিয়োগ-বান্ধব পরিবেশ গড়ে তোলা যেন বিনিয়োগকারীরা মুক্তাগাছা পৌর এলাকাতে বিনিয়োগে আগ্রহী হতে পারে।

শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা ও চিত্তবিনোদন এবং তথ্য-

উন্নত সেবা প্রদানের মাধ্যমে শহরকে শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা ও চিত্তবিনোদনের এবং তথ্য-প্রযুক্তির দিক থেকে আকর্ষণীয় শহর হিসেবে গড়ে তোলা।

বেকার তরূণ-তরূণীদের দক্ষতা উন্নয়ন

বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে বেকার তরূণ-তরূণীদের দক্ষতা উন্নয়ন করে স্বাবলম্বী করা।

আঞ্চলিক উন্নয়ন

আঞ্চলিক উন্নয়ন কর্মসূচীতে ভূমিকা রাখা।

পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম

শব্দদুষণ, নালা পরিস্কার, ময়লা আবর্জনার সুব্যবস্থা নিশ্চিত করতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তিরব্যবহার।

ভৌত অবকাঠামো ও সামাজিক নেটওয়ার্ক

কমিউনিটির সম্প্রসারণ ও বিকাশে শহরের ভৌত অবকাঠামো ও সামাজিক নেটওয়ার্ককে শক্তিশালী করা। রাস্তাঘাট  ও অবকাঠামোর আরো উন্নয়ন ঘটানো। নাগরিকদের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহ্যগত ধারণা লালন করা।